এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ।

 এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি  ।

এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি  ।

 

এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড তাদের কোয়ালিটি কন্ট্রোল বিভাগে 'অফিসার' পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: অফিসার

বিভাগ: কোয়ালিটি কন্ট্রোল

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: ফার্মেসি, রসায়ন, ফলিত রসায়ন, বা বায়োকেমিস্ট্রিতে এমএসসি ডিগ্রি

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা

অন্যান্য যোগ্যতা: বাংলা ও ইংরেজি উভয় ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর

কর্মস্থল: ভালুকা, ময়মনসিংহ

বেতন: আলোচনা সাপেক্ষে

সুবিধাসমূহ:

  • লাভের অংশীদারিত্ব
  • বিমা সুবিধা
  • প্রভিডেন্ট ফান্ড
  • পারফরম্যান্স বোনাস
  • দুপুরের খাবার সুবিধা
  • বার্ষিক বেতন পর্যালোচনা
  • বছরে ৩টি উৎসব বোনাস
  • লিভ ক্যাশমেন্ট
  • স্বাস্থ্যসেবা সুবিধা
  • ইনসেনটিভ বোনাস

আবেদনের প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীরা এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন

আবেদনের শেষ তারিখ: ২২ ফেব্রুয়ারি ২০২৫

এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড (SMC Enterprise Limited) হলো Social Marketing Company (SMC)-এর একটি বাণিজ্যিক শাখা, যা প্রধানত স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, ও পুষ্টি সংক্রান্ত পণ্য উৎপাদন ও বিপণন করে। এটি বাংলাদেশের অন্যতম সুপরিচিত প্রতিষ্ঠান, যা জনস্বাস্থ্যের উন্নয়নে কাজ করছে।

কমিউনিটি মবিলাইজার

সোশ্যাল মার্কেটিং কোম্পানী একটি বৃহৎ, সুপরিচিত, স্বাস্থ্যসেবায় নিয়োজিত সংস্থা, যার “বিসিসি ক্যাম্পেইন অন এলএপিএম প্রোগ্রোমে” মাঠ পর্যায়ের জন্য চুক্তিভিত্তিক কমিউনিটি মবিলাইজার নিয়োগ করা হবে। 

  • Department/Division: Program

  • No. of Vacancies: 1

  • Job Responsibility:

    • পরিবার পরিকল্পনার দীর্ঘমেয়াদী ও স্থায়ী পদ্ধতির চাহিদা সৃষ্টির জন্য নির্দিষ্ট কর্মএলাকার লক্ষ্যভুক্ত জনগোষ্ঠির মাঝে আচরন পরিবর্তন বিষয়ক প্রকল্প কার্যক্রম পরিচালনা করা।

    • দীর্ঘমেয়াদী ও স্থায়ী পদ্ধতির সম্ভাব্য গ্রহীতার তালিকা তৈরী ও নিয়মিত ফলোআপ করা । 

    • পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহনে আন্তঃব্যক্তিক যোগাযোগের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি ও চাহিদা সৃষ্টি করা। 

    • সেবা গ্রহীতাকে এসএমসি ক্লিনিক এবং সরকারী-বেসরকারী স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের সাথে আন্তঃসম্পর্ক স্থাপনের মাধ্যমে সেবা প্রদানে সহযোগিতা করা। 

    • নির্দিষ্ট কর্ম এলাকার লক্ষ্যভুক্ত জনগোষ্ঠির স্বাস্থ্য বিষয়ে আচরন পরিবর্তনের জন্য বিভিন্ন দলীয় সভা, এডভোকেসী সভা ও মোবাইল ফিল্ম প্রোগ্রাম বাস্তবায়নে সহযোগিতা করা।

  • Educational Qualification :

    এইচএসসি/ সমমান

  • Job Requirements :

    • Age maximum 40 year(s)
    • Experience in related field: : N/A
    • Only female are allowed to apply
  • Job Details:

    • Job Type: Contractual
    • Job Location: Dhaka
  • Salary and Benefits :

    • Salary : Negotiable
  • শুধুমাত্র নারী প্রার্থীগণ আবদেন করতে পারবনে। 

     

    আগ্রহী প্রার্থীগণকে তার র্পূণ জীবনবৃত্তান্ত (দুইজন অনাত্মীয় পরচিয়দানকারীর নামসহ), সাম্প্রতকি সময়রে তোলা এক কপি পাসর্পোট সাইজ ছবি সহ জিএম, এইচআর এন্ড এডমিন, এসএমসি, এসএমসি টাওয়ার, লভেলে-১২, ৩৩ বনানী বা/এ, ঢাকা-১২১৩, বরাবরে আবদেনপত্র প্রেরণের জন্য অনুরোধ করা হচ্ছ। 

     

    খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। 

     

    এসএমসি সকল প্রার্থীদেরকে সমান সুযোগ প্রদানে বিশ্বাসী।

     

    স্টোর এ্যাসিসট্যান্ট

    আগ্রহী প্রার্থীকে পূর্ণ জীবনবৃত্তান্ত, মোবাইল ফোন নং, সাম্প্রতিক সময়ের দুই কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি, ৩ জন পরিচয়দানকারীর (আত্মীয় নয়) নাম, পেশা, ঠিকানা ও মোবাইল ফোন নং সহ ০৫ সেপ্টেম্বর, ২০২৩ ইং তারিখের মধ্যে মানব সম্পদ বভিাগ, এস.এম.সি এন্টারপ্রাইজ লিমিটেড, এসএমসি টাওয়ার, ৩৩ বনানী বাণিজ্যিক এলাকা, ঢাকা -১২১৩ বরাবর প্রেরণের জন্য অনুরোধ করা হচ্ছে। *খামের উপর আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে।

    • Department/Division: Admin & General Services

    • No. of Vacancies: 1

    • Job Responsibility:

      1. স্টোরের বিভিন্ন মালামালের ইনডেন্ট প্রদানে স্টোর অফিসারকে সহযোগিতা করা। 2. স্টোরের বিভিন্ন মালামাল গ্রহণ এবং যথাস্থানে সংরক্ষণে স্টোর অফিসারকে সহযোগিতা করা। 3. নমুনা হিসাবে গৃহীত, স্টোরের বিভিন্ন মালমাল যথাস্থানে সংরক্ষণে স্টোর অফিসারকে সহযোগিতা করা। 4. স্টোরের বিভিন্ন মালামাল এসআইআর অনুযায়ী আদান-প্রদান এবং লেজার এ লিপিবদ্ধ করার ক্ষেত্রে স্টোর অফিসারকে সহযোগিতা করা। 5. স্টোর অফিসারের অবর্তমানে স্টোরের যাবতীয় কাজ দেখাশোনা করা। 6. এছাড়াও কোম্পানীর প্রয়োজনে সুপারভাইজার কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব যথাযথভাবে পালন করা।

    • Educational Qualification :

      এইচএসসি সমমান

    • Job Requirements :

      • Age maximum 30 year(s)
      • Experience in related field: minimum 2 year(s)
    • Job Details:

      • Job Type: Contractual
      • Job Location: Mymensingh
    • Salary and Benefits :

      • Salary : Negotiable
      • Other Benefits :

        কোম্পানির পলিসি অনুযায়ী বেতন ও অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে

     

 

এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য

প্রতিষ্ঠাকাল: ২০১৪ (মূল প্রতিষ্ঠান SMC প্রতিষ্ঠিত হয় ১৯৭৪ সালে)
মূল কার্যক্রম: ঔষধ, স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা ও পুষ্টি পণ্য উৎপাদন ও বিপণন
প্রধান কার্যালয়: ঢাকা, বাংলাদেশ
অধীনস্থ কারখানা: ভালুকা, ময়মনসিংহ
জনপ্রিয় পণ্য:

  • ওরস্যালাইন-এন (ORS)
  • সেফকনডম (Safe Condom)
  • স্মার্ট পিল (Smart Pill)
  • সুপারমম ইনস্ট্যান্ট মিল্ক (Supermom Milk)
  • সুপারমম হাইজিনিক ন্যাপকিন
  • জয় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট

এসএমসি এন্টারপ্রাইজের মূল লক্ষ্য ও ভূমিকা

🔹 বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান উন্নত করা
🔹 স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পণ্য সরবরাহ করা
🔹 জনসচেতনতা বৃদ্ধি করা
🔹 সমাজকল্যাণমূলক ও বাণিজ্যিক কার্যক্রমের মাধ্যমে দেশব্যাপী বিস্তার ঘটানো

যোগাযোগ ও আরও তথ্য

  • ওয়েবসাইট: www.smc-bd.org
  • হটলাইন: ১৬৭৮৯
  • ইমেইল: info@smc-bd.org
  • ঠিকানা: SMC Tower, 33 Banani C/A, Dhaka-1213, Bangladesh

 

Post a Comment

Previous Post Next Post